আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ নিয়ে BDO অফিসে বিক্ষোভ কাঁথিতে - ঘূর্ণিঝড় আমফান
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8369505-607-8369505-1597071337278.jpg)
ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের একাংশের বিরুদ্ধে ৷ এরই মাঝে সরকারের তরফে ক্ষতিপূরণের আবেদনপত্র জমা নেওয়ার জন্য চলতি মাসের 6 ও 7, এই দুই দিন ধার্য করা হয় । সেই মতো কোরোনার সংক্রমণের মাঝেই অনেকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার 3 নম্বর ব্লকের BDO অফিসের সামনে লাইন দেন ৷ BDO অফিস থেকে তাঁদের সোমবার আসতে বলা হয় ৷ কিন্তু সোমবার সেখানে গেলে জানা যায়, আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গেছে । তাই আর আবেদনপত্র নেওয়া হবে না । এরপরই BDO অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷