Police seize illegal coal : পুলিশি তৎপরতায় ভেস্তে গেল কয়লা পাচার - পুলিশি তৎপরতায় ভেস্তে গেল কয়লা পাচার
🎬 Watch Now: Feature Video
কালো হীরের কালো কারবারের তদন্ত করছে যখন সিবিআই তখনও অবৈধ কয়লা পাচারের চেষ্টা অব্যাহত। কিন্তু তৎপর পুলিশ। অবৈধ কয়লা বোঝাই পিকআপ ভ্যান আটক করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ ৷ শুক্রবার গভীর রাতে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত বিল পাহাড়ি এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই একটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে পাণ্ডবেশ্বরের বিলপাহাড়ি এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই পিকআপ ভ্যানটিকে আটক করা হয় । অবৈধ কয়লা গুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কে বা কারা এই অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত রয়েছে তা তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ (Police seize illegal coal)।
TAGGED:
Police seize illegal coal