Kazi Nazrul University : নজরুল বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগের দাবিতে পথে আদিবাসী ছাত্রছাত্রীরা - Kazi Nazrul University
🎬 Watch Now: Feature Video
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সাঁওতাল বিভাগ চালু করতে হবে ৷ এই দাবি সহ মোট 16 দফা দাবি নিয়ে রাস্তায় নামল আদিবাসী ছাত্রছাত্রীরা (Kazi Nazrul University)। আদিবাসী স্টুডেন্ট ইয়ুথ ফোরাম বুধবার আসানসোল রবীন্দ্র ভবন থেকে একটি মিছিল করে । এই মিছিল জেলাশাসকের দফতর পর্যন্ত যায় । তাঁদের দাবি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ চালু করতে হবে ৷ এছাড়া সমস্ত স্কুলে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাঁওতালি বিভাগে পড়াশোনা করাতে হবে ৷ জেলায় সাঁওতালি আবাসিক বিদ্যালয় তৈরি এবং বেসরকারি সংস্থায় সংরক্ষণ-সহ আরও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আদিবাসী ছাত্রছাত্রীরা মিছিলে শামিল হন । তাঁরা জেলা শাসকের কাছে একটি স্মারকলিপিও তুলে দেয় ।
TAGGED:
Kazi Nazrul University