Adhir On Mamata : রাজ্যের বেকারত্ব সমস্যা নিয়ে মমতাকে তোপ অধীরের - রাজ্যের বেকারত্ব সমস্যা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15481746-947-15481746-1654445469560.jpg)
রাজ্যের বেকারত্ব সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক তোপ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ রবিবার বিধানভবনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি সিঙ্গুর আন্দোলনের কথা উল্লেখ করে জানান, বাংলাতে সিঙ্গুর-নন্দীগ্রামের মত গণআন্দোলন রাস্তায় নেমে করেছিলেন আজকের মুখ্যমন্ত্রী । এখন প্রশাসকের চেয়ারে বসে তিনি বিপরীত অবস্থানে থাকছেন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “এই বাংলাতেই সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলন করেছেন আপনি । অথচ আপনি নিজেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে গণআন্দোলনকে গ্রাহ্যের মধ্যে আনছেন না । বাংলায় লক্ষ লক্ষ পদ খালি পড়ে রয়েছে। অথচ বেকার যুবক যুবতীরা চাকুরি পাচ্ছেন না ৷” প্রসঙ্গত, সম্প্রতি ধর্মতলার টেট উত্তীর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছিলেন প্রদেশ কংগ্রস সভাপতি ৷