Anirban Chakraborty: আসছেন বড় পর্দায়, তার আগে সোজাসাপ্টা আড্ডায় একেন বাবু - Anirban Chakraborty Opens Up About His Journey
🎬 Watch Now: Feature Video
এপ্রিলে বড় পর্দায় আসছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'দ্য একেন' । রহস্য উদঘাটনে নেমে পড়েছেন গোয়েন্দা একেন্দ্র সেন । এর আগে ওয়েব সিরিজ দিয়ে শুরু হয়েছিল তাঁর যাত্রা ৷ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল অনির্বাণ চক্রবর্তীর একেন চরিত্রে অভিনয় ৷ এর মাঝে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ছবিতে খল চরিত্রেও সকলের নজর কেড়েছিলেন তিনি ৷ এবার ইটিভি ভারতকে কী বললেন একেন থুড়ি অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty Opens Up About His Journey) ?