"তৃণমূলে যোগ দিতে চাপ", অভিযোগ মৃত বিজেপি নেতা মণীশের বাবার - মৃত বিজেপি নেতা মনীশ শুক্লা
🎬 Watch Now: Feature Video
নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার বাবা চন্দ্রমনি শুক্লা আজ এক সাংবাদিক বৈঠক করে দাবি করেন, তাঁকে ফোন করে ও বাড়িতে লোক পাঠিয়ে তাঁদের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে । তিনি অভিযোগ করেন, বাড়িতে এসে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার সাথে দেখা করতে চান। কথা বলতে চাইছেন । তিনি আরও দাবি করেন তাঁকে বলা হয়, তৃণমূলের টিকিট দেওয়া হবে ৷ শুধু তৃণমূলের সঙ্গে থাকতে হবে । চন্দ্রমনি শুক্লা বলেন, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন ।