উত্তরাখণ্ডে বিরল স্নো লেপার্ড, এই ভিডিয়ো দেখলে চমকে যাবেন - snow leopard
🎬 Watch Now: Feature Video
উত্তরাখণ্ডের গঙ্গোত্রী জাতীয় উদ্যানের একটি স্নো লেপার্ডের দেখা মিলল । এটি বিরল দৃশ্য, কারণ প্রাণীটিও যে বিরল । সোশাল মিডিয়া জুড়ে ব্যাপকভাবে সারা ফেলেছে । টুইটারে একটি সংক্ষিপ্ত ক্লিপ পোস্ট হয়েছে । সেই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, স্নো লেপার্ডটি জাতীয় উদ্যানে হেঁটে চলে বেরাচ্ছে। এরপর সেতু পেরিয়ে কী করল সে ?