চ্যালেঞ্জ করে সাঁতরে পুকুর পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন যুবক - আসানসোলে পুকুর পারাপার করতে গিয়ে তলিয়ে গেল যুবক
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11846918-603-11846918-1621602133500.jpg)
বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে সাঁতরে পুকুর পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের উষাগ্রাম এলাকায় । তলিয়ে যাওয়া যুবকের নাম অভিষেক করকাট্টা (22) । তাঁর বাড়ি স্থানীয় ভগত পাড়ায় । দুপুরে এই ঘটনার খবর পেয়ে আসে পুলিশ । এছাড়াও আসেন দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের ভলান্টিয়াররা । কিন্তু 5 ঘণ্টা ধরে চেষ্টা করেও এখনও উদ্ধার করা যায়নি অভিষেকের দেহ । অভিষেকের খোঁজে নামানো হয়েছে ডুবুরি ৷