Mumbai Building Collapse : কুরলায় চারতলা বাড়ি ভেঙে মৃত 19, ক্ষতিপূরণ ঘোষণা মহারাষ্ট্র সরকারের - মুম্বইয়ে চারতলা বাড়ি ভাঙল
🎬 Watch Now: Feature Video
ফের বাড়ি ধসে পড়ল মুম্বইয়ে । সোমবার গভীর রাতে কুরলায় চারতলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল 19 জনের ৷ এনডিআরএফ এর তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ এই ঘটনার পর উদ্ধারকাজে নামে দমকল বাহিনী ও এনডিআরএই এর দল ৷ সোমবার রাতেই ঘটনাস্থলে পৌঁছন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে ৷ তিনি জানান, বিএমসি এই বাড়িগুলি খালি করার নোটিশ আগেই দিয়েছিল ৷ তা সত্ত্বেও এখানে মানুষ বসবাস করছিলেন (A four-storey building collapsed in Kurla Naik Nagar area Mumbai) ৷ মৃতদের পরিবারবর্গের জন্য 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷
Last Updated : Jun 28, 2022, 10:58 PM IST