কোরোনা আতঙ্ক : অচেনা লোক দেখলেই রায়গঞ্জে স্বাস্থ্য পরীক্ষা - raygunj
🎬 Watch Now: Feature Video
সমগ্র উত্তর দিনাজপুর জেলাকে পাঁচদিনের জন্য লকডাউন ঘোষণা করেছে রাজ্য প্রশাসন । বাইরে থেকে অচেনা লোক দেখলেই আতঙ্ক ছড়াচ্ছে । এই অবস্থায় স্থানীয়রা রায়গঞ্জরের শিলিগুড়ি মোড়ে একটি প্রাইভেট গাড়ি থেকে 10-12 জন অচেনা যুবককে নামতে দেখেন ৷ খবরটা পৌঁছায় "সত্যজিৎ" নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে ৷ সেখানেই থেকেই তাদেরকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৷ স্থানীয়রা কী অভিযোগ তুলছেন এবং আটক যুবক কী বলছেন তা দেখুন ভিডিয়োয়...
Last Updated : Mar 24, 2020, 10:44 AM IST