Fake Blue Beccon Car Seize : শান্তিপুরে আটক ভুয়ো নীলবাতি লাগানো গাড়ি, গ্রেফতার চালক - 1 arrested with fake blue beccon fitted car in Santipur

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 21, 2022, 5:43 PM IST

নদিয়ার শান্তিপুরে আটক ভুয়ো নীলবাতি লাগানো গাড়ি ৷ বুধবার শান্তিপুর থানার 34 নম্বর জাতীয় সড়কে টহল দিচ্ছিল একটি পুলিশ ভ্যান ৷ সেইসময়েই নীল বাতি লাগানো গাড়িটি যাচ্ছিল রাস্তা দিয়ে ৷ দেখেই সন্দেহ হয় পুলিশের ৷ গাড়ির চালক বরুণ বিশ্বাসকে নীলবাতি ব্যবহারের কারণ জানতে চাওয়া হয় ৷ তবে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাঁকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ ৷ এই প্রসঙ্গে রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, ‘‘ইতিমধ্যেই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কোন উদ্দেশ্যে এবং কারা এই গাড়িটি ব্যবহার করত তা তদন্ত করে দেখা হচ্ছে (Fake Blue Beccon Car Seize in Santipur)।’’

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.