CMC Election 2022 : গণনা এখনও বাকি, চন্দননগরে ভোট শেষেই সবুজ আবিরে মাতল তৃণমূল - Chandannagar Municipal Election 2022
🎬 Watch Now: Feature Video
গণনার আগেই চন্দননগরে সবুজ আবির মাখলেন তৃণমূল কর্মীরা (Chandannagar Municipal Election 2022) ৷ 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মুন্না আগরওয়াল ভোট শেষ হতেই দলীয় কর্মীদের নিয়ে সবুজ আবির মাখলেন । মিষ্টি মুখ করালেন ৷ প্রচারের শেষ দিনে চন্দননগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন দলের কর্মীদের বলেছিলেন, "ভোট গণনার পর না, ভোট গণনা করতে যাবে সবুজ আবির মেখে ।" মন্ত্রীর সেই কথাকেই মান্যতা দিয়ে ভোট শেষ হতেই সবুজ আবির মাখল কর্মীরা । মুন্না আগরওয়াল বলেন, "আমরা 32 ওয়ার্ডে জয়লাভ করব । মানুষের উচ্ছ্বাস থেকেই এই আবির খেলা । বিজেপি তৃতীয় নম্বরে চলে গেছে । তাই ওরা অভিযোগ তুলেছে ৷" এদিকে বিজেপির রাজ্য নেতা দীপাঞ্জন গুহ বলেন, "তৃণমূল চন্দননগর পৌরনিগম ভোটকে প্রহসনে পরিণত করেছে । এটা দুর্ভাগ্যজনক । তবে তাদের স্বপ্ন ভঙ্গ হবে ।"
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST
TAGGED:
CMC Election 2022