Bengal Civic poll 2022: ভোট চেয়ে তৃণমূল কর্মীকে ফোন শিশির অধিকারীর, ভাইরাল অডিয়ো - ভোট চেয়ে তৃণমূল কর্মীকে ফোন শিশির অধিকারীর ভাইরাল অডিয়ো
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14579431-thumbnail-3x2-sisir.jpg)
27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন রয়েছে। তার মধ্যে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র হল কাঁথি পৌরসভা। ঠিক নির্বাচনের আগেই একটি ছবি ও অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আর এই অডিও ক্লিপকে ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও, সেই ছবি ও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত। ভাইরাল অডিও ক্লিপে শোনা যাচ্ছে কাঁথির সাংসদ শিশির অধিকারীর গলা (Bengal Civic poll 2022)। তিনি এক তৃণমূল কর্মীকে আবেদন করছেন 13 নম্বর ওয়ার্ডে শুভেন্দুর মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আরও বলেছেন, "চোরদের নয়, ভদ্রলোককে ভোটটা দিন, আপনি সচেতন মানুষ চিন্তাভাবনা করেই ভোট দেবেন।" গত কয়েকদিন ধরেই রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বারবার অভিযোগ করে আসছেন। যে শিশির অধিকারী ভোটার ও নেতাদের ফোন করছেন কাঁথিতে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Bengal Civic poll 2022