Planned to kill TMC MLA : তৃণমূল বিধায়ককে খুনের পরিকল্পনা, অভিযুক্ত আইএসএফ - Murder Planning against TMC MLA
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14449770-thumbnail-3x2-photo-aspera.jpg)
দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে খুন করার পরিকল্পনা করছে আইএসএফ (tmc mla saokat molla alleged isf planning to murder him) । এমনটাই অভিযোগ করেছেন তিনি ৷ এই নিয়ে অভিযোগ দায়ের হয় জীবনতলা থানায় ৷ তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বকেও বিষয়টি জানিয়েছেন সওকত মোল্লা ৷ তাঁর দাবি, এই ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছে বলে তাঁর দাবি ৷ যদিও তৃণমূল বিধায়কের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ।
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST