Chandrakona Municipality : ওয়ার্ডের সৌন্দর্য ফেরাতে ব্যানার-পোস্টার খুললেন তৃণমূলের কাউন্সিলর - TMC councillor removes posters and banners from ward no 4 of Chandrakona Municipality
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14655617-985-14655617-1646574751722.jpg)
ভোটপর্ব মিটতেই দায়িত্ববান জনপ্রতিনিধির কর্তব্য পালন করলেন চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোবিন্দ দাস (TMC councillor removes posters and banners from ward no 4 of Chandrakona Municipality) ৷ তাঁর প্রচারে লাগানো ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা দায়িত্ব নিয়ে খুলে ফেললেন ৷ রবিবার তৃণমূলের কর্মীদের নিয়ে ওয়ার্ডের প্রতিটি এলাকা থেকে ব্যানার, পোস্টার ও পতাকা সরিয়ে এলাকার সৌন্দর্যায়ন ফিরিয়ে দেন নব নির্বাচিত কাউন্সিলর ৷ পাশাপাশি, তৃণমূলের অন্যান্য কাউন্সিলর এবং বিরোধী দলের জয়ী ও পরাজিত প্রার্থীদেরও তাঁদের দায়িত্ব পালন করার বার্তা দিয়েছেন গোবিন্দ দাস ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Chandrakona Municipality