Bengal Municipal Election 2022 : বেলা বাড়তেই উত্তেজনা জলপাইগুড়িতে, দেদার ছাপ্পার অভিযোগ - Bengal Municipal Election 2022
🎬 Watch Now: Feature Video
শুরু হয়েছে রাজ্যের কুড়িটি জেলার 108টি পৌরসভায় নির্বাচন ৷ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে আগেই ৷ বেলা বাড়তেই সেই ছবি দেখা গেল রাজ্যের বেশিরভাগ পৌরসভায় । জলপাইগুড়ি 1 নম্বর ওয়ার্ডের উমাগতি স্কুল ও ফার্মাসি ইনস্টিটিউটে দেদার ছাপ্পার অভিযোগ তুলল বিরোধী শিবির । ঘর বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল 12 নম্বর ওয়ার্ডেও (TMC allegedly rigging in Jalpaiguri Municipality) ।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST