Sujan slams Mamata : আনিসকে মেরে ফেলে মিথ্যা কেসে মিনাক্ষীদের আটকে রেখেছে সরকার, অভিযোগ সুজনের - Sujan slams Mamata
🎬 Watch Now: Feature Video
গত শনিবার আনিস খানের মৃত্যুর প্রতিবাদে ছাত্র ও যুব সংগঠনের কর্মসূচিতে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল পাঁচলায়। একইভাবে এসপি অফিসের সামনে ব্যাপক গণ্ডগোলও শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে লাগাতার বোতল ও ইট-পাথর বৃষ্টি চলে । যদিও তাঁদের সমর্থকদের কেউ ইট ছোড়েনি বলে জানিয়েছিলেন বামপন্থী নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। বিক্ষোভকারীদের রুখতে পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। গ্রেফতার হন মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন বিক্ষোভকারী । তারই প্রেক্ষিতে এদিন রাজ্য সরকারকে একহাত নিলেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty slams Mamata Banerjee Government) ।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Sujan slams Mamata