Madhyamik Student Accident 2022 : পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী, ব্যবস্থা হল রাইটারের

By

Published : Mar 12, 2022, 9:26 PM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

thumbnail
পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে মোটরবাইকের ধাক্কায় আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী ৷ তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ওই পরীক্ষার্থীর জন্য রাইটার নিয়োগ করে হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। আহত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম তামান্না খাতুন(EXAMINATION CENTRE ARRANGEMENT HOSPITAL IN MALDA)। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামান্নার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে মালদা শহরের কন্যা শিক্ষালয় হাইস্কুলে। আজ সকালে পরীক্ষাকেন্দ্রে আসার পথে ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ডান হাতে গুরুতর চোট পায় তামান্না। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসে। খবর পেয়ে মালদা মেডিকেলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেখার হাতে গুরুতর চোট পেয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। মালদা মেডিকেলেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ওই পরীক্ষার্থী নিজে লিখতে না পারায় তার জন্য রাইটারের ব্যবস্থা করা হয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.