Memari Arrest : মুখ্যমন্ত্রীকে নিশানা করে পোস্ট, ধৃত মেমারির যুবক - সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট
🎬 Watch Now: Feature Video
ফেসবুকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট করে বিপাকে যুবক ৷ অভিযুক্ত সঞ্জিত মুর্মু পূর্ব বর্ধমানের মেমারির আমদপুর গ্রামের বাসিন্দা ৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয় ৷ অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, ওই যুবক যা করেছেন, সেটা অবশ্যই সঠিক নয় ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে যে ধারাগুলি প্রয়োগ করা হয়েছে, সেগুলি ঠিক নয় ৷ এই ধারা প্রত্যাহার না করলে ওই যুবককে লঘু পাপে গুরু দণ্ড পেতে হবে ৷