বিপন্নকে সাহায্য না করলে পুলিশের প্রয়োজন কী ? : তিলোত্তমা - নিগ্রহ
🎬 Watch Now: Feature Video
সোমবার রাতে কলকাতার এক্সাইড মোড়ে হেনস্থার শিকার হন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত । সোশাল মিডিয়ায় তিনি নিজেই সেই কথা জানান । এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলছেন বুদ্ধিজীবী মহলের অনেকেই । সেই তালিকায় রয়েছেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার । তিনি বলেন, "যখনই কেউ গিয়ে সাহায্য চাইছে, তখন পুলিশের উচিত তাঁকে গিয়ে সাহায্য করা । যদি কোনও বিপন্ন ব্যক্তি পুলিশের কাছ থেকে সাহায্য না পান তাহলে পুলিশের থাকার প্রয়োজনটা কী ?" সেইসঙ্গে তিনি উষসীর সাহসের প্রশংসাও করেছে ।