বাসুদেব আচারিয়ার নেতৃত্বে ইসিএলে ধরনা সিটুর - ইসিএলে সিটুর ধরনা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10679998-501-10679998-1613651572296.jpg)
কোল ইন্ডিয়ার কোল ব্লকগুলিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে । এই অভিযোগে ইসিএলের সদর দপ্তরে ধরনা অবস্থানে সামিল হল বাম শ্রমিক সংগঠন সিটু । সিপিআইএমের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া নেতৃত্বে এই ধর্না অবস্থান হয় । উপস্থিত ছিলেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ অন্য বাম শ্রমিক সংগঠনের নেতৃত্ব । দীর্ঘক্ষণ ধরনা চলার পর 12 দফা দাবি নিয়ে ইসিএলে স্মারকলিপি জমা দেয় নেতৃত্ব।
Last Updated : Feb 18, 2021, 8:53 PM IST