" দরকার হলে বুথ জ্যাম করে ভোট করব" অনুব্রতর সভায় মন্তব্য বুথ সভাপতির - বীরভূম জেলা তৃণমূলের খবর
🎬 Watch Now: Feature Video
আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জেলার প্রতিটি বুথ ভিত্তিক কর্মিসভা করে চলেছেন । আর এই কর্মিসভাগুলিকে ঘিরেও বারবার কোনও না কোনও বিতর্কের সৃষ্টি হচ্ছে । কখনও রাস্তার দাবি করায় বুথ সভাপতিকে পদ থেকে সরিয়ে দেওয়া, আবার কখনও নিজেদের ভোটে হারার কারণ হিসাবে দলেরই কোনও প্রভাবশালী নেতাকে দায়ী করা । আর এবার বুথ জ্যাম করে ভোট করানোর মন্তব্যকে শুরু হয়েছে বিতর্ক । আজ বীরভূমের হিয়াত নগরে ছিল তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কর্মিসভা । কর্মিসভায় পাইকর 2 নম্বর ব্লকের 250 নম্বর বুথের তৃণমূল কর্মী মহম্মদ আরিবুল ইসলাম ভোটে লিড পাওয়া নিয়ে বললেন, "দরকার হলে বুথ জ্যাম করে ভোট করব ।" যদিও তৃণমূল কর্মীর এমন মন্তব্য শোনার পরেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দেন ।