"পাগলামি না ছাড়লে বিশ্বভারতীর ভিতরে গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেব", উপাচার্যকে হুঁশিয়ারি অনুব্রতর - উপাচার্যকে হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের
🎬 Watch Now: Feature Video
"উপাচার্য পাগলামি না ছাড়লে সরাসরি বিশ্বভারতীর ভিতরে ঢুকে গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেব"। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এভাবেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। বাঙালি সেটা মানবে না। একটা পাগল ভিসি। ও যদি মনে করে যা মন চায় তাই করব । মানব না। এতদিন বিশ্বভারতীতে রাজনীতি করিনি। এবার ডাইরেক্ট করব। বিশ্বভারতীর ভিতরে গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেব । ও যদি পাগলামি না ছাড়ে। ওর মস্তিষ্ক খারাপ বলে তো সবারই খারাপ নয়। ও যা করবে তা তো মানতে পারি না।"
TAGGED:
VC of Visva Bharati