দলছুট হস্তিশাবককে উদ্ধার করলেন বন কর্মীরা - জলপাইগুড়ি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9115847-246-9115847-1602254245965.jpg)
এক মাস বয়সের দলছুট হস্তিশাবককে উদ্ধার করলেন বন কর্মীরা। দলছুট হয়ে চা বাগানের মাঝে গর্তে পরে যাওয়া শাবকটি ৷ শাবকটিকে উদ্ধার করে জঙ্গলে দলের মধ্যে ফিরিয়ে দেন বন বিভাগের কর্মীরা। আজ সকালে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের কারবালা চা বাগানের 1 নং সেকশনে।