Extra Marital Affair : পরকীয়ার সম্পর্ক জানতে পারায় খুন স্বামী, গ্রেফতার স্ত্রী - পাথরপ্রতিমা
🎬 Watch Now: Feature Video
একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রী সুনন্দার ৷ এই ঘটনা জানতে পেরে যাওয়ায় স্ত্রীর হাতেই খুন হতে হল দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরের গোবিন্দপুরের বাসিন্দা পেশায় লেদমিস্ত্রি টোটন সামন্তকে (41) ৷ এমনই অভিযোগ উঠেছে ৷ তাঁদের একটি দশ বছরের ছেলেও রয়েছে ৷ মৃতের ভাই মিলন সামন্তের অভিযোগের ভিত্তিতে সুনন্দা সামন্তকে গ্রেফতার করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ ৷ এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে সুনন্দাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷