রাজীব কুমার কোন হরিদাস পাল? আসল মালিক নিজের মাথা সামলাক : সূর্যকান্ত - surjakanta mishra on rajiv kumar
🎬 Watch Now: Feature Video
আজ CPI(M) নদিয়া জেলা কমিটি একটি জনসভার আয়োজন করে ৷ CPI(M) নেতা বাবুলাল বিশ্বাস খুনের প্রতিবাদ সহ একাধিক দাবিতে এই সভার আয়োজন করা হয় ৷ সেখানে রাজীব কুমার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সূর্যকান্ত মিশ্র বলেন, "কে রাজীব কুমার ? কোন হরিদাস পাল ? আসল মালিক নিজের মাথা সামলাক ৷ যিনি রাজীবকে টাকা দেন, তিনি কে ? ওঁর কাছে কিছু কাগজপত্র আছে, যেটা ধরা পড়লে তিনি এবং তাঁর ভাইপো বিপদে পড়বে । তাই তো এত ছোটাছুটি করছেন ৷ সেটা বোঝা যাচ্ছে না ?" দেখুন ভিডিয়ো...