একুশে জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট কোথায় ? তৃণমূলকে প্রশ্ন কংগ্রেসের - একুশে জুলাই শহিদ দিবস
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর এক নম্বর ব্লকে যুব কংগ্রেসের পক্ষ থেকে শহিদ শেলি ঘোষ স্মৃতি ভবনে পালিত হল শহিদ দিবস । কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন ,"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একুশে জুলাই নিয়ে তদন্ত কমিশন গঠন করেছিলেন । আমরা জানতে চাইছি সেই কমিশনের রিপোর্ট কোথায় ? আজ অবধি কেন মণীশ গুপ্ত, রচপাল সিং শাস্তি পেলেন না ? উলটে তাঁদের মন্ত্রী করে দেওয়া হল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বার্তা দিয়ে ক্ষমতায় বসেছেন । তা না হলে সেই কমিশনের রিপোর্ট বের করুন এবং মণীশ গুপ্ত, রচপাল সিং-দের শাস্তি দিন ।"