রেল বাজেট নিয়ে নিত্যযাত্রীদের প্রত্যাশা - নির্মলা সীতারমন
🎬 Watch Now: Feature Video
আগে রেল বাজেট পেশ হত আলাদা করে ৷ পরে সাধারণ বাজেটের সঙ্গেই তা জুড়ে দেওয়া হয় ৷ সে কারণেই শনিবার সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটও পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ রেল বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটাই ৷ রেলযাত্রীরা বলছেন, "সাধারণ মানুষের পকেটের দিকটা মাথায় রেখে ভাড়া বাড়ানোর কথা চিন্তা করুন রেলমন্ত্রী ৷ দূরপাল্লার ট্রেনে শৌচাগার পরিষ্কার থাকে না ৷ সেগুলোর দিকে নজর দিলে ভালো হয় ৷"