"রাজ্যপাল BJP-র সুপার সভাপতি", তোপ জ্যোতিপ্রিয়র - "রাজ্যপাল BJP-র সুপার সভাপতি", তোপ জ্যোতিপ্রিয়র
🎬 Watch Now: Feature Video
রাজ্যপাল আর রাজ্যপাল নন । তিনি এখন BJP-র সুপার সভাপতি। শুক্রবার উত্তর 24 পরগনার হাবরায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সকালে হাবড়ার জলমগ্ন এলাকা পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী । পরে অমিত শাহ-রাজ্যপালের বৈঠকে সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেন, "রাজ্যপাল আর রাজ্যপাল নন । তিনি BJP-র এজেন্ট হিসেবে কাজ করছেন । তিনি রাজ্যপাল হিসেবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্য সম্পর্কে রিপোর্ট দিয়েছেন । সেই গোপন রিপোর্ট কী করে সংবাদমাধ্যমকে জানিয়ে দেন ! রাজ্যপাল আসলে BJP-র রাজ্যের সুপার সভাপতি । দিলীপ ঘোষ সভাপতি । আর রাজ্যপাল সুপার সভাপতি । " আজ দিলীপ ঘোষের বিরুদ্ধেও তোপ দাগেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷