"চাল চোরের সরকার" বলে কটাক্ষ কৈলাসের - কৈলাশ বিজয়বর্গীয়
🎬 Watch Now: Feature Video
কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন করছেন কৃষকরা । এরই মাঝে কেন্দ্রীয় কৃষি আইনের সমর্থনে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানা এলাকার মিলন মোড়ে সভা করল বিজেপি । আজকের সভা থেকে রাজ্যের শাসকদলকে চাল চোরের সরকার বলে কটাক্ষ করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় । পাশাপাশি কয়লা পাচার, গোরু পাচার, সোনা পাচার করার অভিযোগ তোলেন ।