মিহিরের প্রভাব মানতে নারাজ কোচবিহারের প্রার্থী - মিহির গোস্বামী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10891562-thumbnail-3x2-crb.jpg)
মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও বিধানসভা নির্বাচনে কোচবিহার শহরে কোনও প্রভাব পড়বে না । কারণ উনি একাই এসেছিলেন, একাই গিয়েছেন । শনিবার সকালে কোচবিহার সাগরদিঘি চত্বরে ভোট প্রচারের প্রথম দিনে বেরিয়ে এমনটাই বললেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক । এদিন তিনি বলেন,"বিগত দিনে কোচবিহার শহরে তৃণমূল পিছিয়ে থাকলেও এবার তাঁরা এগিয়ে থাকবে । কারণ কোচবিহার শহরের মানুষ আপদে-বিপদে 24 ঘণ্টা তাঁদের পাশে পাবেন ।"