গানের তালে "আজাদির" আহ্বান, নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে রওনা ব্রিগেডে - নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের উদ্দেশে রওনা কর্মীসমর্থকদের
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10809058-817-10809058-1614490055494.jpg)
বিধানসভা ভোটের আগে আজ প্রথম ব্রিগেড সমাবেশ বাম-কংগ্রেস জোটের ৷ তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাম-কংগ্রেস সমর্থকরা ভিড় জমাাতে শুরু করেছেন ব্রিগেড মাঠে ৷ নদিয়াতেও ধরা পড়েছে একই ছবি ৷ এদিন রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, তেহট্ট, চাকদহ, কল্যাণীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা ব্রিগেডের উদ্দেশে রওনা দেন ৷