ভয়ংকর খেলা হবে : কেষ্ট - অনুব্রত মণ্ডল
🎬 Watch Now: Feature Video
আগামী বিধানসভা নির্বাচনে "221টা আসন পাবই ৷" বললেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি ৷ তাঁর স্পষ্ট কথা, বিধানসভা ভোটে "ভয়ংকর খেলা হবে ৷" স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, "ঠেঙিয়ে বিজেপিকে পগারপার করে দাও ।" অমর্ত্য সেন প্রসঙ্গে বিশ্বভারতীর উপাচার্যের নাম না করে বললেন, "শুনলাম নাকি উনি মানসিক রোগী । এবার একটু কম বলব । মানসিক রোগী সম্পর্কে বেশি বলা যায় না । তাহলে রোগটা বেড়ে যায় । " অভিষেক দত্ত রায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অনুব্রত মণ্ডল ৷
Last Updated : Jan 24, 2021, 8:58 PM IST