"জয় শ্রীরাম-ই হল ভূত তাড়ানোর সবচেয়ে বড় ওষুধ"

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 10, 2021, 11:18 AM IST

লালগড়ের সভামঞ্চ থেকে তৃণমূল নেতা-কর্মী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার । 23 জানুয়ারির প্রসঙ্গ টেনে গতকাল তিনি বলেন," অনুষ্ঠানে হাজার জন লোক ছিলেন ৷ তার মধ্যে মাত্র ছয়-সাত জন 'জয় শ্রীরাম' বললেন আর উনি বক্তব্যই রাখলেন না ৷ এর থেকে বোঝা যায়, 'জয় শ্রীরাম' ই হল ভূত তাড়ানোর সবচেয়ে বড় ওষুধ ৷ " তিনি আরও বলেন," অদ্ভুত এক সরকার চলছে ৷ যার কোনও আগামাথা নেই ৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, বদলা নয় বদল চাই ৷ এখন বদলাই তৃণমূলের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে ৷" দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে তাঁর কটাক্ষ, "এখন যদি দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়, তাহলে এতদিন সরকার কোথায় ছিল ? পায়খানার দরজায়। এতদিন তৃণমূল কর্মীরা পায়খানার টাকা খেত , একদিন ওটাও খাবে ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.