মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় সল্টলেকে যজ্ঞ - west bengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় সল্টলেকের দত্তাবাদে যজ্ঞ করল স্থানীয় তৃণমূল ৷ ওয়ার্ড কো-অর্ডিনেটর নির্মল দত্ত-র উদ্যোগে যজ্ঞের আয়োজন করা হয় ৷ নির্মলবাবু বলেন, মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্যই এই যজ্ঞের আয়োজন ।