"ভ্রষ্টাচারের শাসনের অবসান ঘটাবে বাংলার মানুুষ", মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
🎬 Watch Now: Feature Video
"সারা দেশের উন্নতি,প্রগতি ও পরিবর্তন দেখে বাংলার মানুষ স্থির করে নিয়েছে এই ভয়, ভ্রষ্টাচারের শাসনের অবসান ঘটাবে ।" রবিবার উত্তর 24 পরগনার হাবড়ায় একটি কর্মসূচির পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। গতকাল হাবড়ার খারো বাজারে হিন্দু মহাসম্মেলন উদযাপন কমিটির উদ্যোগে জাতীয়তাবোধ ও যুব চেতনা অনুষ্ঠানে যোগ দেন শেখাওয়াত।