বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছাল পুরুলিয়া শহরে - bjp
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10823868-791-10823868-1614591462039.jpg)
বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছাল পুরুলিয়া শহরে । শঙ্খধ্বনি ও পুষ্প দিয়ে পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানান বিজেপি সমর্থকরা। আজ রঘুনাথপুর শহর থেকে এই পরিবর্তন যাত্রা শুরু হয় ৷ আনাড়া হয়ে পুরুলিয়া শহরের গোসালা মোড় থেকে হুটমুড়ার উদ্দেশ্যে রওনা দেয় রথটি। ছিলেন বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা । প্রসঙ্গত, গতকালই পুরুলিয়ার নিতুড়িয়া এলাকা থেকে রঘুনাথপুর শহর অবধি বিজেপির পরিবর্তন রথযাত্রা হয় । পুরুলিয়ায় রথ পৌঁছাতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিজেপি নেতা-কর্মী ও সমর্থকরা ।