মনোনয়ন জমা দিলেন খানাকুলের তৃণমূল প্রার্থী - মনোনয়নপত্র জমা দিলেন খানাকুলের তৃনমূল প্রার্থী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10980286-59-10980286-1615547519241.jpg)
আরামাবাগে মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা করলেন হুগলির খানাকুলের তৃণমূল প্রার্থী মুন্সি নজিবুল করিম ৷ তাঁর দাবি, এখন খানাকুল বিধানসভায় গোষ্ঠীকোন্দল নেই ৷ বলেন, পরিবারে ভাইয়ে ভাইয়ে লড়াই হয়ে থাকে ৷ কিন্তু বাইরে থেকে কেউ পরিবারের সদস্যদের উপর আক্রমণ করলে সবাই একজোট হয়ে তার বিরুদ্ধে লড়াই করে ৷ এখানেও পরিস্থিতিটা সেরকমই ৷