নির্বাচনের আগে শিলিগুড়িতে শুরু নাকা তল্লাশি

By

Published : Mar 4, 2021, 11:04 PM IST

thumbnail
সামনেই বাংলায় আট দফার বিধানসভা নির্বাচন। নিবার্চনের দিন যতই এগিয়ে আসছে জোর তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন এবং পুলিশ- প্রশাসন। আজ সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকা এবং প্রধান সড়কগুলিতে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট নাকা তল্লাশি শুরু করে। নির্বাচন কমিশনের তরফে শহরের বিভিন্ন প্রান্তে নাকা তল্লাশির জন্য তিনটি স্ট্যাটিক সারভাইলেন্স টিম মোতায়েন করা হয়েছে । এদিন সকাল থেকে বিভিন্ন গাড়ি, বাস দাঁড় করিয়ে তল্লাশি চালায় আধিকারিকরা। বাইরে থেকে আসা বাস, গাড়ি সহ স্কুটিতে পর্যন্ত তল্লাশি চালানো হয়। এ বিষয়ে শিলিগুড়ির নির্বাচনী আধিকারিক নারায়ণ পাল জানান, "বাইরে থেকে শহরে নেশার দ্রব্য কিংবা অবৈধ কাগজপত্র, অস্ত্রশস্ত্র আসছে কিনা তাই দেখা হচ্ছে। পাশাপাশি এই সময় কেউ নগদ 50 হাজার টাকার বেশি নিয়ে যাতায়াত করতে পারবে না। যদি 50 হাজার কিংবা তার বেশি টাকা নিয়ে যাতায়াত করতেই হয় তাহলে বৈধ কাগজপত্র থাকতে হবে । " পাশাপাশি শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফ্লাইং টিম সারপ্রাইজ় ভিজ়িটও করছে বিভিন্ন এলাকায়।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.