কামারহাটিতে মদনের জামানত জব্দ হবে : অর্জুন - বিজেপি নেতা অর্জুন সিং
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10888441-thumbnail-3x2-wb-vid.jpg)
কামারহাটি বিধানসভা কেন্দ্রে মদন মিত্রকে প্রার্থী করায় বিজেপি নেতা অর্জুন সিং কটাক্ষ করেন, "উনি যদি সুস্থ থাকেন তবেই ওনার সঙ্গে কথা বলা যায় । তবে এবার কামারহাটিতে মদন মিত্রের জামানত জব্দ হবে । কামারহাটিতে 18 হাজার ভোটারকে নিয়ে অত্যাচার চালিয়ে এসেছে । ওখানকার মানুষ ওনাকে বরদাস্ত করবে না "