জিতেন্দ্রর কাছে দলের কথাই শিরোধার্য - বিজেপিতে যোগ দিল জিতেন্দ্র তিওয়ারি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10922287-thumbnail-3x2-wb-pic.jpg)
কলকাতা থেকে রানিগঞ্জে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি পৌঁছাতেই উঠল "জয় শ্রীরাম" ও "বিজেপি জিন্দাবাদ" ধ্বনি । এছাড়া জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপি কর্মী সমর্থকরা ফুলের মালা, তোড়া দ্বিয়ে স্বাগত জানায় । তিনি বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে কোনও ব্যক্তিকে আক্রমণ না করেই বলেন, "দল ঠিক করবে আমি কী কাজ করব । দল যদি মনে করে ঝান্ডা বাঁধা, দেওয়াল লেখা কিংবা বিধায়কের কাজ দেবে, তো আমি তাই করব ।"