উদয়নারায়ণপুরে দলীয় প্রার্থীর বিরুদ্ধেই গো-ব্যাক স্লোগান বিজেপির একাংশের
🎬 Watch Now: Feature Video
বিজেপি প্রার্থীর বিরূদ্ধে গো-ব্যাক স্লোগান উঠল উদয়নারায়ণপুরে ৷ দলবদলের মরশুমে ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন একদা তৃণমূল নেতা সুমিত রঞ্জন কাড়া ৷ দলবদলের পর উদয়নারায়ণপুর থেকেই তাঁকে বিজেপি প্রার্থী করা হয়েছে ৷ যা কিছুতেই মেনে নিতে পারছে না বিজেপির একাংশ ৷ এই পরিস্থিতিতে গতকাল উদয়নারায়ণপুরের খিলা, জয়নগর এবং পেরোতে রাজাপুর মুন্সিরহাট রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা । স্লোগান ওঠে " উড়ে এসে জুড়ে বসে প্রার্থী হওয়া যায় না যাবে না ৷ সুমিত রঞ্জন কাড়া গো-ব্যাক, গো-ব্যাক" ৷ অন্যদিকে উত্তেজিত জনতা ভোলা সামুইকে প্রার্থী হিসাবে দাবি করে স্লোগান দিতে থাকে, " বাংলা মায়ের দামাল ছেলে ভোলা সামুই জিন্দাবাদ" ৷ এপ্রসঙ্গে উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা বলেন, " এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় ৷ যাদের নিজেদের দলের মধ্যেই কোনও শৃঙ্খলা নেই, যে দলের এরকম চরিত্র, সেই দলের ব্যাপারে কিছু না বলাই ভালো ৷ "