ভয়ঙ্কর খেলার হুঁশিয়ারি অনুব্রতর - BANKURA
🎬 Watch Now: Feature Video
প্রচারে গিয়ে বাঁকুড়ার রানীবাঁধে তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডির সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল । জনসভায় বক্তব্য রাখতে উঠে অনুব্রত বলেন, খেলব। আরও ভয়ঙ্কর খেলব। ঘরে ঘরে খেলব। চারজনা মিলে খেলব। পারলে আটকে নাও। পারবে না আটকাতে।