প্রার্থী করা হয়নি তাঁকে, দল ছাড়লেন ব্লক যুব তৃণমূল সভাপতি - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10897453-thumbnail-3x2-ddd.jpg)
আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়নি তাঁকে ৷ ক্ষোভে পদত্যাগ করলেন পুরুলিয়ার ব্লক যুব তৃণমূল সভাপতি দিব্যজ্যোতি সিংহদেও । আগামীদিনে জয়পুর বিধানসভা এলাকা থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়তে পারেন বলেও জানিয়ে দিলেন তিনি । জয়পুর বিধানসভায় তৃণমূল প্রার্থী করা হয়েছে উজ্জ্বল কুমারকে । টিকিটা না পেয়ে আজ জয়পুর বিধানসভা এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন দিব্যজ্যোতি সিংদেও । বৈঠক শেষে জানান, "এতদিন যেভাবে দিদির সৈনিক হিসেবে লড়াই করেছি, তার ফল পেলাম না । জেলা নেতৃত্ব চক্রান্ত করে প্রার্থীর টিকিট দিল না আমাকে । তাই জয়পুর ব্লক তৃণমূল যুব সভাপতির পদ ত্যাগ করলাম । নির্দল প্রার্থী হয়ে লড়াব অথবা নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তাঁকে সমর্থন করব ৷" দলত্যাগের কথা জানিয়ে জেলা তৃণমূল যুব সভাপতি সুশান্ত মাহাতকে আজই একটি খোলা চিঠি দিয়েছেন দিব্যজ্যোতি ৷