তৃণমূলের ওয়াশিং মেশিনে সাদা হয়েছেন ছত্রধর-বিমলরা : রাজীব - west bengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
ওয়াশিং মেশিন তৃণমূলের ঘরে রয়েছে । ছত্রধর মাহাত, বিমল গুরুং তৃণমূলের ওয়াশিং মেশিনে কালো থেকে সাদা হয়ে গেলেন । তৃণমূলে নাম লেখালেই কালো থেকে সাদা । গতকাল মুর্শিদাবাদে সুতির জনসভায় তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আপনি বিচার করে দিলেন আমরা পাপী । দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো পূণ্যবান ছিল বলে দলটা ছিল, সেই মানুষগুলো বেরিয়ে গেছে তাই আগামীদিনে এই দল থাকবে না, এই সরকার থাকবে না ।