বারাসত থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মীদের বাস - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10905789-557-10905789-1615100670814.jpg)
তুমুল উচ্ছ্বাস ও উদ্দীপনার সঙ্গে দলীয় কর্মী-সমর্থকরা রওনা হয়েছেন নরেন্দ্র মোদির বিগ্রেড-সভার দিকে । উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতের 34 নম্বর জাতীয় সড়ক ধরে একের পর এক বাস,ছোটো গাড়ি করে বিগ্রেডের দিকে রওনা হয়েছেন তাঁরা । জয় শ্রী রাম ধ্বনি, বিজেপির পতাকা ,ফেস্টুন-সহ বিগ্রেডের সভায় হাজির হবেন তাঁরা ।