"নাক টিপলে দুধ বের হয়, রাজনীতি করার বয়স হয়নি" - বিধানসভা নির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
"ভাইপো বলেছে, 24 পরগনা দেখে নেবে, আমরা ডায়মন্ড হারবার দেখে নেব । নাক টিপলে দুধ বের হয়, এখন তোমার রাজনীতি করার বয়স হয়নি ।" নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং । তিনি বলেন, "খেলা হবে, খেলা হবে করছেন তো । খেলা হবে, তৃণমূলকে ফেলা হবে ।"