তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা গয়েশপুরে - তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
🎬 Watch Now: Feature Video
তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ নদিয়ার গয়েশপুরের 7 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ ক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে ৷ ইতিমধ্যেই তৃণমূলের তরফে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ৷ তাদের পাল্টা অভিযোগ, বিজেপিকে কালিমালিপ্ত করার চক্রান্ত ৷