নাড্ডা এখন পড়েছে গাড্ডায় : ফিরহাদ - west bengal assembly election
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10582069-thumbnail-3x2-pic.jpg)
"নাড্ডা এখন পড়েছে গাড্ডায় ৷ যেখানেই যাচ্ছে সেখানেই মাঠ ফাঁকা ৷ তাই নাড্ডা কী বলল না বলল তাতে কিছু এসে যায় না ৷ বাংলায় নাড্ডার কোনও প্রয়োজন নেই ৷ বরং দিল্লি ফিরে গিয়ে অল ইন্ডিয়া পার্টি সামলাক ৷ " বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডাকে এমনভাবেই আক্রমণ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁর সংযোজন, "ভাড়া করা সৈন্য দিয়ে যেমন যুদ্ধ জয় করা যায় না, তেমনি মাল ছড়িয়ে ইলেকশন জেতা যায় না ৷ " রাজ্যপালকে আক্রমণ করে বলেন, "রাজ্যপাল হলেন অমিত শাহের সিন্ডিকেট ৷ আমরা রাজ্যপালের কাছে প্রশ্ন রাখছি, বিধানসভা ভোটের আগে উনি কেন সিন্ডিকেট প্রসঙ্গ টানলেন ?"