“ভাতা নয়, চাকরি চাই”, স্মারকলিপি কর্মপ্রার্থী সমিতির - ভাতা নয়, চাকরি চাই
🎬 Watch Now: Feature Video
“ভাতা নয়, চাকরি চাই।” এই দাবি সহ ছ'দফা দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিলেন পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির সদস্যরা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিরোধীরা বারবার কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলছে। এরই মধ্যে আজ ভাতার বদলে চাকরির দাবি জানাল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি। আজ দুপুরে মালদা শহরের আইটিআই মোড় থেকে মিছিল শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের রাজ্য সহ সম্পাদক তাজিবুল হক বলেন, “ভাতা নয়, আমরা চাকরি চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন, হতাশা ছাড়ো, জীবন ধরো। সাত বছর ধরে এই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। মুখ্যমন্ত্রী যুবশ্রী থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি -তে নিয়োগের কথা বলেছিলেন। এখনও সেই নিয়োগ হয়নি। তাই আমরা মুখ্যমন্ত্রীকে সেই নিয়োগের কথা মনে করিয়ে দিতে চাই। সেই নিয়োগের দাবিতে আমরা 6 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিচ্ছি।”